Project information
- Project No. : 7
- Course Code and Name : MSJ 11202 Bangla for Media
- Project Name : Hard News (Bangla)
- Project date : Summer 2019
Project
Course Code and Name: MSJ 11202 Bangla for Media
Topic: Hard News (Bangla) ক্লাবডে এখন কো-কারিকুলার ফেস্ট
Project Date: Summer 2019
Project Description: Before this course I took another course which was English in media where I wrote English news articles. Now in this course I was assigned to write news in Bangla. So, I learned how to write in Bangla news. My topic was to cover a Club Day which turned into a co-curricular fest.
Project Justification:During the Summer 2019 Term, the Co-Curriculum Office of the University of Liberal Arts Bangladesh (ULAB) organized an event known as Club Day. This task necessitated composing a news article depicting an upcoming occurrence or seminar to be conducted within the premises of University of Liberal Arts Bangladesh (ULAB). Due to the considerable magnitude of the event, I reported on the club day festivities and produced the corresponding news coverage.
Project produced under this course:
Assignment on
News Writing Course: MSJ-11202
Prepared By:
Sifat Nusrat - 181012048
Submitted to:
Bikash C. Bhowmick
Assistant Professor
Media Studies & Journalism Department
University of Liberal Arts Bangladesh (ULAB)
ক্লাবডে এখন কো-কারিকুলার ফেস্ট
২৮ নভেম্বর ২০১৯ এ ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রথম বারের মতন শেষ হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের)এর কো- কারিকুলার ফেস্ট। এবং এই কো-কারিকুলার ফেস্ট প্রতিবছর এ ১ বার করে অনুষ্ঠিত হবে বলে জানান কো- কারিকুলারের ডিরেক্টর মেহেদী রাজীবাএবং তিনি চ্যানেল২৪ এর এক সাক্ষাতকার বলেন ক্লাবডের নাম পরিবর্তন করে কো-কারিকুলার নামকরণ করা হয়েছে কারন এই কো-কারিকুলার ফেস্ট এর মধ্যে দিয়ে,নতুন শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থী নিজেদের নতুন ভাবে বুঝতে শিখবে, তারা যখন কোন সাংস্কৃতিক কর্মকান্দের সাথে সমপ্রিকতো থাকবে তখন তাদের মন মানুষিকতা প্রফুল্প থাকবে তাতে করে তারা পড়াশোনাতে আরও মনোযোগি হয়ে উঠবে এবং পড়াশোনার পাশাপাশি কিভাবে বিভিন্ন কার্যক্রম এর সাথে যুক্ত রেখে নিজেকে তৈরি করা যায় এবং গ্যাণ অর্জন করা যায়,সেইসব বিষয় এ শিক্ষার্থীদের জানানোর জন্যই এই আয়োজন করা হবে প্রতিবছরে৷
তার ঠিক কিছুখন পর এই নবীনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হকাসেখানে কো-কারিকুলারের ডিরেক্টর মেহেদী রাজীব কে ইউল্যাবের সব থেকে উদ্দোমি ডিরেক্টর হিসেবে পরিচয় করিয়ে দেন৷ এবং তিনি আরও বলেন কো-কারিকুলার ক্লাবডের ই একটা সম্মিলিত রূপ। উপাচার্য এইচ এম জহিরুল হক এর বক্তব্য শেষ করার পর,সাবেক উপাচার্য প্রফেসর ইমরান রহমান আসতে না পারায় তিনি নবীন দের জন্য একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানাএবং এই শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানের প্রথম ভাগ।
এবং সংস্কৃতি সংসদ এর জাতীয় সংগীত দিয়ে শুরু হয় কো-কারিকুলার এর ২য় ভাগ এর অনুষ্ঠান এর কর্মসুচানবীন ছাত্র ছাত্রী দের সাথে প্রত্যেকটা ক্লাব এর পরিচয় করানোর জন্য ২২টা ক্লাব ই এক এক করে তাদের ক্লাব এর ভিডিও প্রদর্শন শুরু করেএবং ভিডিও প্রর্দশন এর মধ্যে দিয়ে প্রত্যেক ক্লাব পরিচিত হয়নবীন দের কাছে প্রর্দশনি শেষে থিয়েটার ক্লাব মঞ্চে উঠে এবং নাটক প্রর্দশন করে নিজেদের একটু অন্য ভাবেই উপস্থাপন করেন নবীন দের সামনে। এর পর পরেই ফিল্ম ক্লাব তাদের নতুন ছবি সাজেশন ২ স্কিনিং করেন। এর মধ্যে মিডিয়া ক্লাব ফ্র্যাশমুভ করে দৃষ্টি আকর্ষন করেন নবীনদের ।
এছাড়াও দিনটিকে আরও আকর্ষনিও করে তোলার জন্য মাঠে আনা হয় ঘোড়া এবং মাঠের পাশে রাখা হয় নাগরদোলা, আর ছিলো ফটোবুথ এছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন মুখরোচক খাবার এর স্টল! এভাবেই শেষ হয় ২ভাগ এর কার্যক্রম, এবং কো-কারিকুলার এর শেষ আকর্ষন এর জন্য সারাদিন ব্যাপি অপেক্ষার পরে বিকেল শেষে সন্ধায় মঞ্চে উঠেন ওয়ারফেজ। তার মন মাতানো গান দিয়ে এবং পরের দিন আবার উৎফুল্ল মনে ক্লাসে আসার উদ্ভাবনার মধ্যে দিয়ে শেষ হয় কো-কারিকুলার ফেস্ট।
Learning and Outcome (Self-Reflection)
I have substantially improved my writing abilities because to this course, where I have learned to create Bangla news stories. In order to provide my readers with accurate and informative news reports, I have also learned new abilities, such as using news gathering and reporting systems. The project has also improved my ability to gather, arrange, and present material, all of which are crucial for producing news content of the highest caliber. Overall, my educational experience has given me excellent knowledge and abilities that I can use in my career as a journalist and other areas of my life.