Project information

  • Project No. : 14
  • Course Code and Name : MSJ11336 TV Infotainment Production
  • Project date : Summer 2022
Back

Project

Course Code and Name: MSJ11336 TV Infotainment Production

Topic:Infotainment Video

Project Date: Summer 2022

Project Description: We have chosen a parody show called “Time Traveling with শায়েস্তা খাাঁ- পর্ব ০১”” where every student of the class participated in the show. This project was the final project of our course.

Project Justification: This project has illuminated diverse transgressions within the country. A satirical tale has been crafted concerning Emperor Shaista Kha which satirizes the escalating costs associated with commodities within the nation. The objective of this project was to produce a television program that would impart information and knowledge regarding the art of television scriptwriting to the audience, while serving as an engaging and entertaining outlet of distraction.

Project produced under this course:

Submitted by:

Sifat Nusrat - 181012048

Submitted to:

Muhammad Abdul Kader
Assistant Professor
ULAB

Scene Program description and dialogue Technical details Duration Costume and props Set design DONE
1.
রাজ দরবার(১৬৭০সাল) বাংলার সুবেদার শায়েস্তা খাঁ তাঁর দরবার আসনে বসে প্রতি দিনকার কাজ দেখা শুনা করছেন। হটাত করে তাঁর দুই প্রহরী হাতে করে একটা পাথর নিয়ে তাঁর দরবার এসে কুর্নিশ করলো প্রহরী- বাংলার সুবেদারের জয় হক(২) রাজার entry music, প্রহরীর entry music 10sec রাজার জামা কাপড় রাজার দরবার
শায়েস্তা খাঁ-
কি ব্যাপার প্রহরী তোমরা এই সময় এইখানে, এখন তো তোমাদের পাথরের খনি তে থাকার কথা।
প্রহরী-
জনাব পাথরের খনিতে আমরা একটা অন্যরকম পাথরের সন্ধান পেয়েছি, তাই আপনার দরবার নিয়ে আসলাম।
শায়েস্তা খাঁ-
বাহ বাহ তোমরা তো দেখি অনেক কাজের মানুষ, তোমাদের এই তড়িৎ সিধান্তে আমি খুশী হয়েছি, উজির সাহেব ওদেরকে পুরুস্কার প্রদান করবেন কোষাগার থেকে। উজির মাথা নাড়িয়ে সম্মতি দিবে, তখনি প্রহরীরা মূল্যবান পাথরটি শায়েস্তা খাঁ দিকে এগিয়ে দিবে, রাজা পাথরটি খুব প্রখর ভাবে দেখছেন হটাত একটু ময়লা দেখে মুছতে যাবেন এবং মুছতে মুছতে হটাত রাজ দরবার থেকে উদাও হয়ে যাবেন
VFX,music 20sec
2. CTV Footage Insert Reporters Voice Over From where we will transit to Scene 3 20 Sec Alien Props Outdoor
3 And 4. There will be three participants One Politician Joebydul Kader Two Business Man Chatok Jogi Three A Media person ( Name Yet To Decide )
বলে পরবর্তী সিন এ চলে যাবে । সেট এর স্ক্রিন এ ।
সিন 1.a নিউজ প্রজেন্টার - আমদের এই বর্তমান সমসাময়িক সময়ে যেই ভাইরাল ফুটেজটি দেখলাম তা নিয়ে মানুষের জল্পনা কল্পনার ইতি নেই, কেউ একে বলছে ভিন গ্রহের এলিয়েন কেউ বলছে ভুত। লোকমুখে এমনকি আমাদের স্টাফ রিপোর্টারদের বর্ননা অনুযায়ী সপ্রতি সময়ের নিখোজ মানুষেদের সাথেও রয়েছে এলিয়েনদের সপম্প্রিক্ততা। সন্দেহ করা হচ্ছে এই মানুষদেরকে এলিয়েন নিয়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমাদের আজকের অতিথি মাননীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রী জনাব যোবাইদুল কাদের।

সিন -2 ওবায়দুল কাদেরঃ এগুলো বিরোধী দলীয় চক্রান্ত। এগুলা এডিট করা যায়! জনসার্থে পুলিশ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঘটনা খতিয়ে দেখছে।

সিন -3 নিউজ প্রজেন্টার - চলুন এ বিষয়ে দেখে নেয়া যাক আমাদের স্টাফ রিপোর্টারের কিছু দুর্দান্ত রিপোর্ট। STUDIO+ CG ( Close shot) 5 sec Sharee1

সিন -4 ১ম রিপোর্টঃ দর্শক এখন আমরা আছি এই অলি নগরের চিপাগলির বটতলায়, যেখানে এই বড় বিল্ডিয়ের পাশে থাকা ছোট বাড়ির বড় ছেলে এই এলিয়েনকে প্রথম দেখেছে বলে দাবি রেছে। শুনে আসা যাক বিস্তারিত তার নিজ মুখে। Out Door, wide, ov 15 sec Camera,mic, boom stand, shirt,and regular dress

সিন -5 মাইক ও ক্যামারা নিয়ে এগিয়ে যাবে ছোট বাড়ির দিকে যেখানে পরিবারের সকলে দারিয়ে থাকবে ক্যামারায় নিজেকে দেখানোর জন্য। Out Door, Close mid 10sec Camera,mic, boom stand, shirt,and regular dress Topic Program description and dialogue Technical Description Duration Costume and props Set design Done

সিন - 6 রিপোর্টার ছোট ছেলের দিকে মাইক নিয়ে গিয়ে বলবে কি হয়েছিল সেদিন রাতে Out Door- Close mid 5 sec Camera,mic, boom stand, shirt,and regular dress

সিন -7 ছোট ছেলেঃ সেদিন গভির রাত ছিলো, বরাবরের মতই আমি পড়ালেখা শেষকরে (এখান থেকে এলিয়েন দেখার ফ্লাস ব্যাক বাস্তব চিত্র শুরু হবে) বারান্দায় যাই মৃদু বাতাস খেতে। Out Door- Close mid 10 sec T-shirt, wine bottle- regular dress

সিন -8 ফ্লাস ব্যাকঃ পড়ার টেবিলে মদের বোতল থেকে মদ শেষ হবার পর , ছেলে মাতাল অবস্থায় হেলে দুলে যাবে এর একটা সিগারেট জ্বালাতে বারান্দায় যাবে Indoor-house-movement shot-handy 30 sec T-shirt, wine bottle- regular dress-somoke

সিন -9 আর দেখবে এলিয়েনের মতন কেউ এসে একজনকে ধরে নিয়ে যাচ্ছে। Outdoor-midnight-longshot, pov shot 30 sec Alien drees1+ T-shirt, wine bottle- regular dress-somoke

সিন -10: ফ্লাশব্যাক শেষ। ছেলেটির দেখে ক্যামারা সরিয়ে রিপোর্তার নিজের দিকে নিবে এবং পিছন থেকে সবাই ক্যামার মধ্যে নিজে দেখানোর চেষ্টা । রিপোর্টারঃ তো এই ছিলো এলিয়েন দেখেছে এমন প্রথম ব্যাক্তি। সোজা উদ্দিন রাঘব টিভি। Outdoor-mid shot 20 sec Camera,mic, boom stand, shirt,and regular dress

সিন -11: রিপোর্টার এইটি বলতে বলতে ফ্যামিলি মেম্বার সবার রিপর্টারকে ধাক্কা দিবে আর সাথে সাথে কালো স্ক্রিন। Outdoor-mid shot 10 sec Camera,mic, boom stand, shirt,and regular dress

সিন -12: নিউজ প্রজেন্টারঃ চলে যাচ্ছি পরবর্তি টপিকে, বলুন শুনে আসি এলিয়েন বিষয়টি নিয়ে একজন আলেমের ধারনা। Studio-cg-close mid 10 sec Sharee1

সিন -13: আলেমঃ এগুলো উপর ওয়ালার গজব, আরো দেখো আইটেম সং! এগুলো কিয়ামতের আলামত! দজ্জাল আইসে তোমার লগে নাচবার। Indoor-room-close shot 20 sec Panjabi-make beard and hair, tojbi, muslim hat

সিন -14: সমাজ সেবকঃ সেই গ্রামের ওই চেয়ারমনটি মেরে খেয়েছে- (এটি বলতে বলতে কিছু এলিয়েন এসে সমাজ সেবককে নিয়ে যাচ্ছে।) Selfie-behind the scene close mid, pan, wide shot 20 sec t-shirt-

সিন -15: কিছু এলিয়েন এসে সমাজ সেবককে নিয়ে যাচ্ছে আর সবাই বলছে - এলিয়েন নিয়ে যাচ্ছে এলিয়েন নিয়ে যাচ্ছে। Selfie-behind the scene close mid, pan, wide shot 5 sec Regular Dress

সিন -15 ব্যাক্টুব্যাক কিছু এলিয়েন নিয়ে যাওয়ার দৃশ্য।

সিন -15 মুখাশধারী একজনকে মুখে মুখশ পরিয়ে দিবে , যার গায়ে পরিয়ে দিবে তার সার্টের কালার পরিবর্তন হতে থাকবে অ্যান্ড পিছনে দেশের কিছু সুন্দর প্রকৃতির দৃশ্য যেতে থাকবে। Studio-cg-close mid, 30 sec Mask- black hand shopping bag – green-white tshirt for cg

সিন -15, শার্ট ১, সাদা শার্ট, ব্যাকগ্রানুড দৃশ্যে কালো (ক্রোমা গ্রিন)
শার্ট ২- কালো সার্টঃ ব্যাকগ্রান্ড- পৃথিবী গ্লোব ঘুরতেছে
শার্ট ৩- লাল সার্টঃ ব্যাকগ্রান্ড- মানুষের ভির
শার্ট ৪- নীল সার্টঃ ব্যাকগ্রান্ড- মাটি, গাছপালা
শার্ট ৫- বেগুনি সার্টঃ ব্যাকগ্রান্ড- নদী
শার্ট ৬- হলুন সার্টঃ ব্যাকগ্রান্ড- বৃন্ধ মানুষের ছবি
শার্ট ৭- কমলা সার্টঃ ব্যাকগ্রান্ড- বাচ্চারা নাচতেছে।
Vfx-Studio-cg-close mid-behind the scene shoot with different camera Included in past scene


সিন -16 শিক্ষক লেকচার চিচ্ছেঃ ( ক্লাস রুমে) শিক্ষক বোর্ডে লিখবে আর বলবে আম বাগানে একজন ৩ টি আম রাতে চুরি করেছে আরেকজন ২ টি আম দিনে চুরি করেছে, তাহলে সর্বমোট আমগুলো কে চুরি করেছে ? Indoor- class room 20 sec Panjabi-board-class room regular props-duster-pen-

সিন -17 ছাত্ররাঃ অবাক হয়ে তাকিয়ে থাকবে । Indoor- class room- wide shot 5 sec school color dress

সিন -18 একজন ছাত্র বলবেঃ স্যার এটা তো ভুল প্রশ্ন! এমন সময় কিছু এলিয়েন এসে বাচ্চাকে ধরে নিয়ে যাবে। Indoor- class room- wide shot 10 sec School dress

সিন -19 এলিয়েন এসে বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। ক্লাসের সবাই বলতে থাকবে এলিয়েন নিয়ে যাচ্ছে এলিয়ে নিয়ে যাচ্ছে। Indoor- class room- wide shot 10 sec Alien dress

VFX of news tv,outdoor STUDIO+ vfx+ CG ( Close, wide) STUDIO+ CG ( Close shot) 15 sec 30 sec 15 sec Alien Dress1, prop-tv screen Sharee1, muzib coat and white panjabi1
5. শায়েস্তা খাঁর সেটে এন্ট্রি #Ei er por theke kintu Shobbar Script Lekhar shomoy Shayeshtha Kha er Kotha Mathay Rakhte Hobe …. Shayesta Kha Pura Show Ta Dekhtese Set er Vitore
6. এমন সময় ভুল করে একটা সিন চালু হবে যেখানে নিউজ রিপোর্টারের একটি গোপন ভিডিও ( ফেইক নিউজ দেখিয়ে টিয়ারপি বারানোর) দেখা যাবে লাইভ স্ক্রিনে। Studio-cg-close mid 10 sec Formal male and female dress
নিউজ প্রেজেন্টার বলছেঃ এলিয়েন হোক না হোক আমার নিউজের টিয়ারপি হাই লাগবে। এখনি সময় ঘনিয়ে আসছে ধনী হবার। একজনকে এলিয়েনের কাপড় পরিয়ে নেও আর একজনকে নিয়ে যায়া বানাও। আরেক টিম কিছু টাকা নিয়ে ফ্যামালি বানাও আর এলিয়েন নিয়ে যাওয়ার কাহিনী দেখেছে বানাও। ফ্লাশব্যাক= যেগুলো শো তে দেখানো হয়েছে। ( ফ্লাশব্যাক- ব্যাক গ্রাউন্ডে সবাই এলিয়েনেয় সুট করছে এমন দৃশ্য) Studio-behind the scene of past incident from past shoot by editing 40 sec Formal male and female dress
7. আরেকজন পিয়নকে ডাক নিয়ে তার চেহারায় হাত দিয়ে মাপনিবে আবং দাড়ি পরিয়ে বলবে এইতো আলেম। এরে নিয়ে যাও। (ফ্লাস ব্যাক- ব্যাক গ্রাউন্ডে সবাই আলেমের সুট করছে এমন দৃশ্য)

( ফ্লাস ব্যাকে- বিহাইন্ড দা সিনঃ ১) সমাজ সেবকের
২) মুখশ পরিয়ে ক্রোমার ৩) শিক্ষকের ক্লাশ্রুমের।
মন্ত্রী সাথে কথা হবার সিনটা আসতে থাকবে এমন সময় লাইভটির লাইন ডিস্কানেক্ট হবে, এমন মন্ত্রী নিউজ প্রেজেন্টারের দিকে গরম হয়ে তাকাবে, এমন সময় কিছু এলইয়েন এসে নিউজ রিপর্টারকে উঠিয়ে নিয়ে যেতে থাকবে। মন্ত্রী একবার গম্ভির গলায় আর উচগু গরম আওয়াজে বলবে এলিয়েন নিয়ে গেছে।

প্রেজেন্টারঃ পরুবর্তি Guest Ke ডাকার আগে চলুন একটি বিজ্ঞাপন দেখে আসি

একটি বাসে গরমে মানুষজন ঘামছে, একটি মেয়ে এসে বাসে দাড়ালো। আর একটু পরে একটি ছেলেসে এসে দাঁড়িয়ে মেয়েটিকে ইচ্ছা করে বার বার ধাক্কা দিচ্ছিলো। এ ব্যাপারটি দেখে পাশে বসে থাকা একটি ছেলে বিরক্তিবোধ করে ব্যাগ থেকে একটি কাঠের চশমা পরে নিলো। আর চশমাটি পরে শয়ে দেখতে পেলঃ

ওই ছেলেটি মেয়েটির গায়ে ফুল ছড়াচ্ছে স্লো মোশনে। আর বসার জায়গা করে দিচ্ছে সম্মানের শহিদ। (সঙ্গে সঙ্গে লেখা আসবে, গ্রাফিক্স সহ- কাঠের চশমা। পিছনে বয়েস অভারঃ বিরক্তিকর জিনিজ দেখা থেকে বিরত থাকুন, কাঠের চশমা কিনুন। চোখ আপনার চিন্তা আমাদের। ( এটা গ্রাফিক্সে আসবে)
Studio-behind the scene of past incident from past shoot by editing Studio-Wide shot, close shot to reporter and minister’s expression Single Shot As Many Shot As Needed Long Shot Mid SHot Mid Close Up … Graphics : Voice Over 40 sec , 40 sec, 30 sec, 2 Sec , 45 Sec , Formal male and female dress
8. পেজেন্টারঃ বিরতির পর আপনাদের স্বাগতম, এবার মঞ্চে আমন্ত্রন জানাচ্ছি আমাদের দ্বিতীয় Guest চাটক যোগীকে Single Shot Presenters Footage 2 sec
চাটক যোগির হেটে আসার সিনঃ চাটক এসে ঢোকার সাথে সাথে অন স্ক্রীন এ থাকা সবার পায়ে অটোমেটিক দড়ি বেধে যাবে। সবার সামনে পাইপ সেজে যাবে এমনকি সায়েস্থা খা এর পায়ে ও । BGM Multiple Shots 30 sec Ropes , Pipes
জবাইদুল কাদেরঃ আরে এগুলো কি হচ্ছে কি হচ্ছে ? Close Shot 3 sec Water glass
চাটোক যগি পাইপ বের হওয়া পানি গ্লাস থেকে নিয়ে খাচ্ছে । Mid Shot 2 sec
শায়েস্তা খাঃ বতশ এগুলো কি ! কি খাচ্ছো তুমি ? Single Shot Close Up 4 sec
সবার পায়ে পানি পড়ছে , সেই পানি পাইপ থেকে গড়িয়ে চাটক যোগিড় সামনে যাচ্ছে আর চাটক যগি পানি খাচ্ছে Multiple Shots , Close , Close , Long 8 sec
পানি খাওয়া শেষ করে এবার কথা শুরু করলো চাটক যোগী। চাটকঃ শুধি দরশক মণ্ডলী দেখতেই পারলেন সমাজে পা ধুয়ে পানি খাওয়ার এর থেকে ভালো প্রযুক্তি আর তইরী হয়নি। এই প্রজুক্তির আবিশকারক আমি চাটক যোগী আর তেল এর দাম যা বেড়েছে এবার তেল দেয়া থেকে বরং পা ধুয়ে পানি খাওা টাই লাভজনক । Dual Shot 6 sec
প্রেজেন্টার ওয়াও চমতকার , অবিশ্বাস আবিষ্কার আপনাকে স্বাগতম , please মঞ্চে আসন গ্রহন করুন । চাটক যোগী মঞ্চে এসে বসবেন ওবায়দুল কাদেরঃ সত্যি খুব অভিনব চিন্তা আপনার , আপনার জন্য দেশ এর অনেক তেল বাঁচবে। আর তেল বাচলে রিজার্ভ বারবে। আর রিজার্ভ বারলে বাজেট বারবে। আর বাজেট বারলে (ক্লোজ শটঃ হাত কচলাতে কচলাতে ) আমরা আপনাদের সেবা করতে পারব আরও ভাল ভাবে । (মুখে বাজে হাসি) Multiple Shots 18 sec
একজন নেতা বসে রয়েছে তার পায়ের নিচে পা-ধো-পা-নি ডিভাইস , এবং অসংখ্য ভক্তরা উল্লাসশের শোহিত খাচ্ছে তার পাধোয়া পানি। Multiple Shots , A Entire Scene , BGM : Hawa Song 20 sec Kinglike dress, & Normal Dress For The general people. Different Set From The Shark Tank Set Description : মাহফিল indoor Kora Jabe
তখন চাটকঃ চাটতে চাটতে হয়রান, আর চাটা নয় এবার পাধুয়ে পানি খান। Single Shot Ending 3 sec
9.
Product: LUX/ (ভরসা প্লাস সাবান) পর্দায় একটি মেয়ের আগমন
মেয়েঃ আমার সৌন্দর্যের রহস্য? শুধু লাক্স। এটি দিয়েছে আমাকে চাঁদের মত উজ্জ্বল ও মসৃণ ত্বক। পরিবারের মানুষজন এখন আদর করে ডাকে বংশের বাত্তি। চোখের আড়াল হতে দেয়না প্রিয়জন। লাক্সে রয়েছে..
মাঃ বাত্তি....কই গেলি?
মেয়েঃ ওই যে ডাক পড়েছে।
(রান্নাঘরে)
মেয়েঃ ডাকছো?
মাঃ এই রাতের বেলা কারেন্ট না থাকলে কেমনটা লাগে! তাও ভালো তুই আছিস। এদিকে আয় তো। ভাতটা নামাবো।
(পড়ার ঘরে)
মেয়েটি তার ভাইয়ের অন্ধকার রুমে তার পাশে বসে আছে আর সে লেখাপড়া করছে।
ভাইঃ (কোন কিছু মুখস্ত করতে করতে) আপু আরেকটু ডানে চেপে বস। দেখতে কষ্ট হচ্ছে।
বোনঃ আপু... আপু...
মেয়েঃ (দৌড়ে গিয়ে) বল। ( ভাই এর রুম অন্ধকার হয়ে যাবে)
বোনঃ একটু বাথরুমে চল তো। ( বাথরুমের দরজা বন্ধ হয়ে যাবে )
ট্যাগলাইন
লাক্স- Makes You Important
Animation when the tagline comes along with text 40 sec মেয়েঃ Frock/gawn
মাঃ shari
ভাইঃ Sendo genji, half pant
বোনঃ t-shirt, paijama
Design of the inside of an apartment
10. Mugdho script (Reaction on উন্নয়ন) এখানে রহিম ওসমান এর জায়গায় ওবায়দুল কাদের হবে ।
11. এমন সময় ভুল করে একটা সিন চালু হবে যেখানে নিউজ রিপোর্টারের একটি গোপন ভিডিও ( ফেইক নিউজ দেখিয়ে টিয়ারপি বারানোর) দেখা যাবে লাইভ স্ক্রিনে। Studio-cg-close mid 10 sec Formal male and female dress
12 and 13. শায়েস্তা খাঁ বুঝে উঠার আগেই চালের বস্তা এলাকায় নিজেকে আবিষ্কার করলো। কিন্তু এখনো বলতে পারতেছে না কোথায় আছেন বা কেন আছেন। অবাক ভাবে চারিদিকে দেখছেন, হটাত এক পথচারিকে ডেকে জিজ্ঞেস করলেন এটা কোথায়? কোন রাজ্য এটা?

পথচারী- (একটু বিরক্ত ভাব নিয়ে) আপনি কি যাত্রার লোক কি জিজ্ঞাস করেন? এটা ঢাকা আর আপনি চালের আড়তে আছেন, আর দিন দুপুরে আপনি এমনে ঘুরতেছেন কেন।

শায়েস্তা খাঁ- (রেগে গেলেন) মূর্খ তোর এত বড় সাহস তুই বাংলার সুবাদার
শায়েস্তা খাঁ কে উল্টো-পাল্টা বলছিস।

পথচারী- (একটু ভয় পেয়ে) পাগল নাকি মিয়া, যান তো যান, দিন দুপুরে প্যারা দিয়েন নাতো। শায়েস্তা খাঁ কে একটু অবাক করে দিয়ে পথচারি চলে গেল, শায়েস্তা খাঁ রাস্তায় ঘুরে ঘুরে তাঁর আশে পাশে দেখছে আর ভাবছে এ কোথায় চলে আসলো। চারিপাশ এমন কেন দেখতে, মনে মনে ভাবতেছে স্বপ্ন দেখতেছি নাতো।
Studio-cg-close mid 10 sec Formal male and female dress
শায়েস্তা খাঁ কে একটু অবাক করে দিয়ে পথচারি চলে গেল, শায়েস্তা খাঁ রাস্তায় ঘুরে ঘুরে তাঁর আশে পাশে দেখছে আর ভাবছে এ কোথায় চলে আসলো। চারিপাশ এমন কেন দেখতে, মনে মনে ভাবতেছে স্বপ্ন দেখতেছি নাতো। 5 sec
Program description and dialogue Technical details Duration Costume and Set design Done
হাটতে হাটতে একটা চালের দোকানে গেলো মনে হইল দেখি একটু এই খানে দামের কি অবস্থা আমার রাজ্যের মতো নাকি! শায়েস্তা খাঁ- (দোকানদার কে ডেকে) আমাকে ৮ মণ চাল দিন। দোকানদার- কিসে নিবেন?? ভ্যান আনছেন? শায়েস্তা খাঁ- ভ্যান কি? আমাকে ঘোড়া গাড়ির ব্যবস্থা করে দেও, দোকানদার কথা শুনে মেজাজ বিগড়ে গেলো দোকানদার ও রাগে রসিকতা করে বলল ঘোড়া তো ঘুমায় হাতি দেই?? শায়েস্তা খাঁ- বাব্বা তোমার দোকানে হাতির আছে দেখি হাহা শায়েস্তা খাঁ তাঁর পকেটের থলে থেকে ১ টাকা বের করে দোকানদারকে দিল। মোঘল আমলের কয়েন দেখে দোকানদার তেলে বেগুনে জলে উথলো। দোকানদার- এই ভাই এই আপনি দেখি সীমার সীমানা ছেড়ে যাচ্ছেন। আপানার ৮ মণের দাম আসছে ১৬৮২০ টাকা আর আপনি দিতেছেন ১ টাকা তাও আবার নকল। আপনি কি শায়েস্তা খাঁ হইছেন!!! বেচা-কিনার দিনে আপনি আসছেন নাটক করতে। BGM and sound effect 40 sec Moghol Coin, bag,
Scene 14 :




Scene 15 :
Rap Song ( Half of the rap song will have footage and another half will be the ending credit line )


Credit line / Ending ( Rap Cholte choltei aste aste black hoye Credit Line ashte thakbe )
50 sec

My Contribution in this Project

I am Sifat Nusrat, this project was our group work. All of the group member did a very good job and they performed their duties properly. My duties were as a costume designer and I saw everything in the budget I was in charge for maintain the entire production cost. I just looked at every budget of the production, so where was the cost and how much was the costume budget and how much was it going to cost us every little thing and I kept track of those things. And not only that, but the budget and the trouble, I tried to work every day with this whole project and I was acting in the project as well which was a good experience for me and I was dedicated to every job. From the beginning, I gave my best to maintain the budget and costume design not only that, I tried to help and support each member individually. I helped those who were in charge of set design and I helped my team member with direction. Despite being sick at the moment of our production I have also acted in this project and maintain my role properly. I was severely sick from typhoid but with the fever I went to buy costumes. I personally bought the costume one by one, and decided which will go with actor’s character. I researched all the character and did brainstorming for the perfect costume. I went to the tailors and got the costume ready. My team member Adil has helped me a lot with the costume design and budget.

Developing Process and Changes

From the point of view of creativity, there was some changes in the story but those changes have been made at the right time. Yet not much changes were made because the way we were developing the script and we have sat down with the teacher every time to share our decision, so that there wasn't much change. Sometimes our costumes were not the way we were thinking so we got sat together and made some changes to make it better. When we felt like we were developing the script the way we wrote it, it would be a little bit better if we did it this way, so we made some changes and some of the people who were directing were giving so much opinion, a lot of people were directing in different ways. That is one of the reasons why we were getting late to shoot. But everyone was perfect according to their opinion. I feel like we developed a lot during our shoot and because we felt we could do better than what we wrote in the script and we wanted everything to be perfect that's why we made improvements in certain places. We did a lot of brainstorming so that the creative space we have in our production, the way we've crafted our story, and the way we want our production to look onscreen so we can present it that way. So, we've done a lot of brainstorming so we've thought about when it comes.

Criticization, Strength and Weaknesses of the Project

First of all, I would like to discuss about the production that we have made, since it was a group work, it is normal that each person's critical thinking will be different, but in this project, we had the freedom to express our opinion and the group member respected each other's opinion. Which facilitated us to work with them and they behaved very friendly and easy due to which we were able to finish our production by enjoying without any tension Also there was another strong point that they try to fulfill the responsibility given to them. Also, it happened that those who were not given any duty also came at 9 am and helped us and they came and sat with us since morning. Though it was my and Adil job was to look after the costume design other member helped us with the costume design as well which made our job easier. Since our production was a groupwork I have already discussed where everyone has a place to give feedback so I don't think that was bad but I feel like it was a bit of a hindrance to our work. Because the time we thought according to this time our work will be completed but from that time we took a little more time because we had too many directors so each director gave their opinion. With different opinion there was some clash which made our production time lengthy.

How to Improve Program Content to attract TV Audiences

I am a professional host and I also do two programs, the thing that seems to me is that the people of our country do not like to watch too much entertainment, too much knowledge related programs, they prefer some fake news or Any kind of news that is anti-government or political issue and which can be discussed and criticized, any kind of talk show or any such kind that is constantly happening in our society audience like to watch those. I think Tv program like talk show related to politics and celebrity gossip will gather more audience.

Evaluate Group Member Performances

Krishna Gopal Basak (181012015)
Has done cinematography with us for seven days and if he was not doing cinematography, I don't see anyone else as a cinematographer cold have done that. He ultimately, has a big hand in our production.
Shrabonti Suchandrima (162012024)
She is very good in direction and she helped us a lot to bond with the production. As a director she was phenomenal and she has the great bonding power with the team.
Md Abdur Rahman (191012016)
He was very charming through the entire production he gave us so much entertainment every time so we don’t feel bored.
Md. Aakash (192012020)
He has done his responsibility perfectly also he was always on the set on time.
Sadia Rahman (183012016)
She acted in the production very well as new and done great job in this production.
Kazi Dill Mohammad Jilan (182012064)
He was actually with every work and I was connected with him every time on the phone and he was connected to every work of the production and he had another most important thing which was the management system and his dedication to it, otherwise it would have been very difficult for us to finish the production.
Sarker Pritha Mrittika (191012072)
She has done a very good job with the acting as she had no other responsibility but she helped the whole team by supporting with work.
Faisal Shahriar (192912935)
I don't know him personally but I have seen him work dedicatedly and helped the team.
Md Atikur Rahman (172012013)
He was one of the best in this production. I have contacted him every time with every kind of help. He was the in charge of props and set design which he handled very professionally. Only because of him our budget was on track.
Adil Khan (151012012)
Who helped me a lot when I was very confused that the cost is too much and I have to buy this costume then he sourced me from different places from where we bought our costume at our budget. He helped me a lot and he was very good at his responsibilities. Has helped me with the budget a lot because I was struggling with the budget because it was such a big production and I had the entire bill for 29 students. So, he helped me a lot and handled the tasks with me like professional.
Arko Ahmed (172012024)
He was one of our directors and he directed very well and he was very passionate and very good in Direction giving.
Md. Hasanuzzaman (181012037)
he was the person I believed was not dedicated to this production. He always tried to put his own opinion on the project rather then helped others. Mehdi Hasan of the production team did a good job and he did what needed to be done and acted very well and done his part professionally.
Rakkim Mansoor (181012066)
He was very good with the prop design and set design. I have learned so many things about set design from him.
Shibasish Baghchi (192012007)
He did a very good job. He was given a character and he fulfilled the duty so his acting was very good as our main character and his voice was very good.
Suranjit Karmakar (152012057)
He has also done his part perfectly. He was dedicated to his responsibility.
Maung Hal Wan (192012005)
He was with me for taking care of budget and he has helped me a lot for maintaining the budget.
Md. Naoshad shuvo (182012013)
He has acted in this project so; he was very passionate on his acting also helped the team with other job.
Jaed Ibn Gias (193012005)
He was always on the set and did his responsibility as given.
Md Mehedi hasan Auntor (192012013)
He has done his responsibility perfectly also he was always on the set on time. He helped the team with their needs.
Md. Sabbir Hossain (191012047)
He has also done his part perfectly. He was dedicated to his responsibility and helped the team when needed.
Md. Likhon (191012041)
He has done his responsibility perfectly also he was always on the set on time. He helped the team with their needs.
Alock Hossain Lafi (183012023)
He has also done his part perfectly. He was dedicated to his responsibility and supported the team when needed.
Md. Saimon Murad (183012011)
He was very dedicated in his duty. He helped the direction team and made everyone welcomed to the team.
Nafiz Sadik Mugdho (182012035)
He was very passionate to his work and helped the team with every need.
Md. Shafayet Muttaky (181012027)
He has acted in the project very passionately and did a very good work.
Shaion Ahmed (173012056)
He has also acted in this project and always on the set for others to help.
A H M Ishnad Xabir Ahmed (172012059)
He also acted in the project and really done great job in this project.
Partho Sarothi Sarkar (153012024)
She was on the set to help with everything and did her job perfectly.

The Group Member I would like to work in the future

For my future project I would like to work with as a team with Atik Rahman, Arko Ahmed, Jilan, Gopal Basak, Rakkim Mansoor and Maung because I have developed a good relation with them that only they can understand me and I think they are serious in their work. And they don't think about anything else during work, so I think I can work with these team as family. Now, if I want to say that if I ever don't want to work with someone that would be Hasan Mahmood because I never liked his direction and he doesn't give others a chance to say, he just wants to give his opinion. I have enjoyed a lot during this production and gathered valuable knowledge which will help me in the future.


14.1 Screenshot from Tv Infotainment Program Intro

Learning and Outcome (Self-Reflection)

I had the chance to act in this project, which helped me hone my acting abilities and also taught me how to collaborate well with others. Through this experience, I discovered how to assemble a disconnected show, fusing many components and viewpoints to produce a seamless and enjoyable performance. Working with people who have diverse opinions taught me how to successfully communicate and compromise in a group context, and it helped me hone my collaborative abilities. I also learned a lot about writing satire with a real subtext, which has improved my understanding of how to create interesting and thought-provoking content.