Project information

  • Project No. : 16
  • Course Code and Name : MSJ11432 Fictional Narrative Production
  • Project Name : Short Film
  • Project date : Spring 2022
Back

Project

Course Code and Name: MSJ11432 Fictional Narrative Production

Topic: Short Film

Project Date: Spring 2022

Project Description: As part of this course, students were tasked with creating their own video utilizing the techniques discussed and shown in class. The capstone project for the class was a group effort. Our video Acceptance While developing the story, we decided to go with a different approach for the whole film. As we wanted to show the emotional development. The story is in nonlinear pattern, but it is very basic according to the storyline. So, we wanted it to be made through a different style of making. Although, this idea of our team made it the most challenging task of the whole filming process.

Project Justification: We made this short film from the scratch and at the end of the day we did a lot of changes. Finally, what we did in this short film that was a learning for all of us.

Project Video link: Project Video

Project produced under this course:

Production Book

MSJ 11432
Fictional Narrative Production Spring 2022

Submitted by:

Sifat Nusrat - 181012048

Submitted to:

Mohammad Shazzad Hossain
Assistant Professor
Department of Media Studies and Journalism
University of Liberal Arts Bangladesh

Production Type:
Short Film (fiction)
Duration:
11 min 11 seconds

Background
Three friends who made a magazine to sell, a magazine that had a culture representative on each page, but they could not sell that magazine,. .But they did not give up and waited until the end and were able to sell it, the main purpose of which is to represent different cultures.

Objective
In the movie we see three different characters. There they see the difference between their own non-existent and society's point of view. Not only but also each of them has different life style struggle wWhich we can all understand We know that there is no end to human diversity from the beginning of creation, and that the limits of everyone's choice are not fulfilled. But at the end of the day we live together. There is one society but four differences exist

Key Message
It is true that only three charies are shown here, but these charies mean that people of different religions may live in the society, their religion may be different, but still living together in the society is multi-culturalism.

Target Audience
Happiness is successful only when we share it with everyone, the festival is colorful only when there is a mixture of all, just as a beautiful society is formed through the mixture of each other.

Secondary Message
Our target audience is female and male both of the age group of in between 20 – 40, which is considered as adult to mid-aged audience. Eventually we try to connect to the mass audience.

Significant of the project:
It is an experimental film. For the first time, a film portrays on point of view of acceptance, which will give a new form of filmmaking technique in cinema movement. On top of that, a nonlinear film with point of view will make it different from other projects, especially student projects.

Pre-Production:
Script 1st Draft:
Logline
Although we belong to different religions, we are all human beings and we are all one.

Synopsis
Script 1st Draft:
Logline
Three different people. Those who are born from different social perspectives. But from a personal point of view, they have one point of view, and they save a society and dream of following the path of Ratun society

Script

Acceptance
Script breakdown
Character
Costume
Set
Props
Stunts
Music
Extras

ফেইড ইন

দৃশ্য ১
ভিতর, ইব্রাহিমের ঘর, সন্ধ্যা
ইব্রাহিম পাসপোর্ট সাইজ ছবির পিছনে নাম লিখছে। ব্যাকগ্রাউন্ডে চাকমা ভাষায় গান বাজছে।তার কাছে একটা ফোন আসবে। ইব্রাহিম
হেলো!
ফোনে ভয়েসওভার
কালকে সকালের মধ্যেই মাল রেডি থাকবো। কিন্তু বিল কিলিয়ার কইরা মাল নিতে হইবো। যখন কইছেন তখনই মাল দিতেছি মামা, টাকাটা যেন ঠিকঠাক পাই। সে ল্যাপটপ নিয়ে গানটা বন্ধ করবে।
দৃশ্য ২
ভিতর, নশিতার ঘর, সন্ধ্যা
নাশিতা হেভি মেটাল গান শুনছে আর ফটোশপে একটা ছবি এডিট করছে। রান্না করা বাঁশ কোড়ালের ছবি। তার ফোনে গ্রুপে একটা টেক্সট আসবে ইব্রাহিমের। ভোরের মধ্যে ডেলিভারি নিতে বিল ক্লিয়ার করা লাগবে। যে করেই হোক ৫০০০ টাকা আছে, যেমনেই হোক আরও ১৫০০০ টাকা ম্যানেজ করা লাগবে। কাট টু
দৃশ্য ৩
ভিতর, রাতুলের ছাদ, সন্ধ্যা
রাতুল দোতারা বাজিয়ে ছাদে বসে গান গাচ্ছে, লালনের। গ্রুপে একটা টেক্সট আসবে, রাতের মধ্যে টাকা ম্যানেজ করাই লাগবে। ১৫০০০ টাকা কম এখনও। রাতুল গ্রুপে কল দিবে, তিনজনেরই গ্রুপ-
কাট টু
ইব্রাহিম ফোনে কথা বলছে।
ইব্রাহিম
রাতের মধ্যে টাকাটা ম্যানেজ করা লাগবে। মহাজন টাকা ছাড়া মাল ছাড়বে না নাকি!
রাতুল
১৫০০০ বাকি না?
ইব্রাহিম
হুম।
নাশিতা
সকাল ৮ টায় যে করেই হোক আমাদের সেখানে থাকতেই হবে। রাতুলকে দেখবো ফোনে কথা বলবে।
রাতুল
চিন্তা করিস না। সবাই সবার মত চেষ্টা করি, ম্যানেজ হয়ে যাবে। নাশিতাকে দেখবো ওর ঘরে। নাশিতা সেটাই,রাখলাম আমি।
দৃশ্য ৪
ভিতর, নাশিতার ঘর, সন্ধ্যা
নাশিতা চেয়ার থেকে উঠে ফোন হাতে নিবে।সে ডায়ালড লিস্টে চোখ বুলাচ্ছে। সে কয়েকজনকে ফোন দিবে, কেউ ফোন ধরবে না। তার এক বন্ধু কল ব্যাক করবে- ওভারফোন
নাশিতা বল।
নাশিতা
আমার ৫০০০ টাকা দরকার, এখনই।
দৃশ্য ৫
ভিতর, ইব্রাহিমের ঘর, রাত
ইব্রাহিম ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে লেখাগুলো পড়ছে। লেখা পড়ে সে তার ফ্রেম করা কয়েকটা ছবি নিয়ে, সেগুলো জরুরি ভাবে বিক্রির উদ্দেশ্যে একটা পোস্ট করবে।
দৃশ্য ৬
বাহির, রাস্তা, রাত
নাশিতা রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অনেক রাত, টেলিকমের দোকান খুঁজছে। টাকা আনা সম্ভব না বলে নাশিতা ওর বন্ধুর বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
নাশিতা
কোনো দোকান খোলা পাচ্ছি নে। আমি আসতেছি তোর
বাসার নিচে।
ওভারফোন
এত রাতে তুই আসবি কি করে?
নাশিতা
আসবো।
রাস্তায় নাশিতার স্ট্রাগল দেখবো। নাশিতা একা রাস্তায় হাঁটছে, মানুষজন মাঝেমাঝে টিজ করছে। কুকুর ভয় দেখাচ্ছে।
দৃশ্য ৭
ভিতর, ইব্রাহিমের ঘর, রাত ইব্রাহিম ফোনে কথা বলছে। ইব্রাহিম
ছবিটা আজকে রাতের মধ্যে নিলে বেশ ভাল হয়। টাকাটা আমার খুব জরুরি দরকার। ক্রেতা
আমার বাসা মিরপুর ১২। কাইন্ডলি একটু বাসা পর্যন্ত দিয়ে যাওয়া লাগবে। আমি এড্রেসটা দিয়ে দিচ্ছি।
ইব্রাহিম কাগজে মোড়ানো ছবি দুইটার উপর ঠিকানা লিখবে এবং বাসা থেকে বের হবে।
দৃশ্য ৮
বাহির, রাস্তা, রাত
রাতুল ফোনে কথা বলছে আর তাড়াহুড়ো করে হাঁটছে। কাঁধে ইউকিলিলির ব্যাগ। সে একটা স্বর্ণের দোকানের সামনে দাঁড়াবে, পকেট থেকে একটা কানের দুল বের করে তাকাবে। তাকে ফোনে কথা বলতে দেখবো।
দৃশ্য ৯
নাশিতাকে একটা বিল্ডিং থেকে বের হইতে দেখবো। সে প্রায় দৌঁড়াচ্ছে, রিক্সা নিতে যাবে নাশিতা। ইব্রাহিম একটা রিক্সায় করে আসছে, নাশিতার টেক্সট আসবে নাশিতার, আমি ৬ টার মধ্যে কাটাবন থাকবো। আর রাতুল একটা বাসার নিচে দাঁড়িয়ে একজন থেকে টাকা নিচ্ছে। সে টাকা নিয়ে একটা গলি দিয়ে বেরিয়ে আসবে। সবাই তারপর একটা জায়গায় মিলিত হবে। প্রায় ভোর হয়ে গেছে। একজন একটা সরু গলি দিয়ে বেরিয়ে আসবে। রাতুল আর ইব্রাহিম তার সাথে ভিতরে যাবে আর নাশিতা বাইরে ওয়েট করবে। তারা একটা সাদা বস্তা নিয়ে বের হবে। তিন জনে বস্তা টেনে একটা রিক্সায় উঠাবে। স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে।
দৃশ্য ১০
বাহির, ইউনিভার্সিটি ক্যাম্পাস, দিন
নাশিতা হেভি মেটাল শুনতে শুনতে তালে তালে হাঁটছে। হেডফোন কানে আশে পাশে দেখতে দেখতে হাটতেছে। সবাই একটা ম্যাগাজিন পড়ছে। সে একজন আদিবাসী ছেলেকে দেখবে , সে একদম অসহায় ভাবে হাঁটছে সেও আশেপাশে দেখছে। মাঠে ওয়েস্টার্ণ পোশাকে এক মেয়ে পশ্চিমা সংস্কৃতি নামে একটা লেখা পড়ছে। ছেলেটি তা খেয়াল করে দেখবে, আরও অনেকে ম্যাগাজিনটা পড়ছে। ছেলেটাকে নাশিতা একটা ম্যাগাজিন বের করে দিবে ব্যাগ থেকে। এমন সময় পাশে ইব্রাহিম আর রাতুল বস্তা নিয়ে এসে দাঁড়াবে। আর কিছু ম্যাগাজিন বস্তায় আছে। আবেল ম্যাগাজিন পড়া শুরু করবে, সে পেইজ উল্টাতে উল্টাতে বাশকোড়ালের ছবি দেখবে, সেখানে লেখা,”Culture,that introduce you.”

Story Structure Analysis:
Act1




Act 1

In the exposition, I will introduce my protagonist as a successful entrepreneur. Establishing her location will also help us explain the story’s setup and the protagonist’s world.

Act 2

I'll introduce the first conflict in the inciting incident section, where our protagonist's struggle will be revealed. Ibrahim express his identity I'll introduce the second plot point, in which when all the character facing problem for arranging money.

Act 3

After calming the audience, it's time for the story's key competing elements, the pre-climax and climax. When all the character arranged money and collect magazine that’s is the climax point. The pre-climax and climax will be aided by these three actions. Finally after the final push now we are left with the aftermath of the story. I will end the journey of Acceptance by showing their confident entrepreneur. This story will be delivered to show the struggle acceptance faced for social house and how they could overcome their situation also with the help of society.

Script Final Draft:
Sequence (Title)
Acceptance calls the delivery company to confirm her product delivery.



ফেইড ইন

দৃশ্য ১

ভিতর, ইব্রাহিমের ঘর, সন্ধ্যা
ইব্রাহিম পাসপোর্ট সাইজ ছবির পিছনে নাম লিখছে। ব্যাকগ্রাউন্ডে চাকমা ভাষায় গান বাজছে।তার কাছে একটা ফোন আসবে।
ইব্রাহিম
হেলো!
ফোনে ভয়েসওভার
কালকে সকালের মধ্যেই মাল রেডি থাকবো। কিন্তু বিল কিলিয়ার কইরা মাল নিতে হইবো। যখন কইছেন তখনই মাল দিতেছি মামা, টাকাটা যেন ঠিকঠাক পাই। সে ল্যাপটপ নিয়ে গানটা বন্ধ করবে।


দৃশ্য ২

ভিতর, নশিতার ঘর, সন্ধ্যা
নাশিতা হেভি মেটাল গান শুনছে আর ফটোশপে একটা ছবি এডিট করছে। রান্না করা বাঁশ কোড়ালের ছবি। তার ফোনে গ্রুপে একটা টেক্সট আসবে ইব্রাহিমের। ভোরের মধ্যে ডেলিভারি নিতে বিল ক্লিয়ার করা লাগবে। যে করেই হোক ৫০০০ টাকা আছে, যেমনেই হোক আরও ১৫০০০ টাকা ম্যানেজ করা লাগবে। কাট টু


দৃশ্য ৩

ভিতর, রাতুলের ছাদ, সন্ধ্যা
রাতুল দোতারা বাজিয়ে ছাদে বসে গান গাচ্ছে, লালনের। গ্রুপে একটা টেক্সট আসবে, রাতের মধ্যে টাকা ম্যানেজ করাই লাগবে। ১৫০০০ টাকা কম এখনও। রাতুল গ্রুপে কল দিবে, তিনজনেরই গ্রুপ-
কাট টু
ইব্রাহিম ফোনে কথা বলছে।
ইব্রাহিম
রাতের মধ্যে টাকাটা ম্যানেজ করা লাগবে। মহাজন টাকা ছাড়া মাল ছাড়বে না নাকি!
রাতুল
১৫০০০ বাকি না?
ইব্রাহিম
হুম।
নাশিতা
সকাল ৮ টায় যে করেই হোক আমাদের সেখানে থাকতেই হবে। রাতুলকে দেখবো ফোনে কথা বলবে।
রাতুল
চিন্তা করিস না। সবাই সবার মত চেষ্টা করি, ম্যানেজ হয়ে যাবে। নাশিতাকে দেখবো ওর ঘরে।
নাশিতা
সেটাই,রাখলাম আমি।


দৃশ্য ৪

ভিতর, নাশিতার ঘর, সন্ধ্যা
নাশিতা চেয়ার থেকে উঠে ফোন হাতে নিবে।সে ডায়ালড লিস্টে চোখ বুলাচ্ছে। সে কয়েকজনকে ফোন দিবে, কেউ ফোন ধরবে না। তার এক বন্ধু কল ব্যাক করবে-
ওভারফোন
নাশিতা বল।
নাশিতা
আমার ৫০০০ টাকা দরকার, এখনই।


দৃশ্য ৫

ভিতর, ইব্রাহিমের ঘর, রাত
ইব্রাহিম ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে লেখাগুলো পড়ছে। লেখা পড়ে সে তার ফ্রেম করা কয়েকটা ছবি নিয়ে, সেগুলো জরুরি ভাবে বিক্রির উদ্দেশ্যে একটা পোস্ট করবে।


দৃশ্য ৬

বাহির, রাস্তা, রাত
নাশিতা রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অনেক রাত, টেলিকমের দোকান খুঁজছে। টাকা আনা সম্ভব না বলে নাশিতা ওর বন্ধুর বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
নাশিতা
কোনো দোকান খোলা পাচ্ছি নে। আমি আসতেছি তোর
বাসার নিচে।
ওভারফোন
এত রাতে তুই আসবি কি করে?
নাশিতা
আসবো।
রাস্তায় নাশিতার স্ট্রাগল দেখবো। নাশিতা একা রাস্তায় হাঁটছে, মানুষজন মাঝেমাঝে টিজ করছে। কুকুর ভয় দেখাচ্ছে।


দৃশ্য ৭

ভিতর, ইব্রাহিমের ঘর, রাত
ইব্রাহিম ফোনে কথা বলছে।
ইব্রাহিম
ছবিটা আজকে রাতের মধ্যে নিলে বেশ ভাল হয়। টাকাটা আমার খুব জরুরি দরকার।
ক্রেতা
আমার বাসা মিরপুর ১২। কাইন্ডলি একটু বাসা পর্যন্ত দিয়ে যাওয়া লাগবে। আমি এড্রেসটা দিয়ে দিচ্ছি।
ইব্রাহিম কাগজে মোড়ানো ছবি দুইটার উপর ঠিকানা লিখবে এবং বাসা থেকে বের হবে।


দৃশ্য ৮

বাহির, রাস্তা, রাত
রাতুল ফোনে কথা বলছে আর তাড়াহুড়ো করে হাঁটছে। কাঁধে ইউকিলিলির ব্যাগ। সে একটা স্বর্ণের দোকানের সামনে দাঁড়াবে, পকেট থেকে একটা কানের দুল বের করে তাকাবে। তাকে ফোনে কথা বলতে দেখবো।


দৃশ্য ৯

নাশিতাকে একটা বিল্ডিং থেকে বের হইতে দেখবো। সে প্রায় দৌঁড়াচ্ছে, রিক্সা নিতে যাবে নাশিতা। ইব্রাহিম একটা রিক্সায় করে আসছে, নাশিতার টেক্সট আসবে নাশিতার, আমি ৬ টার মধ্যে কাটাবন থাকবো। আর রাতুল একটা বাসার নিচে দাঁড়িয়ে একজন থেকে টাকা নিচ্ছে। সে টাকা নিয়ে একটা গলি দিয়ে বেরিয়ে আসবে। সবাই তারপর একটা জায়গায় মিলিত হবে। প্রায় ভোর হয়ে গেছে। একজন একটা সরু গলি দিয়ে বেরিয়ে আসবে। রাতুল আর ইব্রাহিম তার সাথে ভিতরে যাবে আর নাশিতা বাইরে ওয়েট করবে। তারা একটা সাদা বস্তা নিয়ে বের হবে। তিন জনে বস্তা টেনে একটা রিক্সায় উঠাবে। স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে।


দৃশ্য ১০

বাহির, ইউনিভার্সিটি ক্যাম্পাস, দিন
নাশিতা হেভি মেটাল শুনতে শুনতে তালে তালে হাঁটছে। হেডফোন কানে আশে পাশে দেখতে দেখতে হাটতেছে। সবাই একটা ম্যাগাজিন পড়ছে।। সে একজন আদিবাসী ছেলেকে দেখবে , সে একদম অসহায় ভাবে হাঁটছে সেও আশেপাশে দেখছে। মাঠে ওয়েস্টার্ণ পোশাকে এক মেয়ে পশ্চিমা সংস্কৃতি নামে একটা লেখা পড়ছে। ছেলেটি তা খেয়াল করে দেখবে, আরও অনেকে ম্যাগাজিনটা পড়ছে। ছেলেটাকে নাশিতা একটা ম্যাগাজিন বের করে দিবে ব্যাগ থেকে। এমন সময় পাশে ইব্রাহিম আর রাতুল বস্তা নিয়ে এসে দাঁড়াবে। আর কিছু ম্যাগাজিন বস্তায় আছে। আবেল ম্যাগাজিন পড়া শুরু করবে, সে পেইজ উল্টাতে উল্টাতে বাশকোড়ালের ছবি দেখবে, সেখানে লেখা,” Culture, that introduce you.”

Cast and Crew Profile:

Main Cast Profile



Name : Niti
Age : 20
Height : 5ft 4inch
Skin Color : Fair
Eye Color : Black

CAST LIST
# Character Name Contact
1 Ibrahim Ibrahim 01632808609
2 Ratul Ratul 01349124578
3 Nashita Nashita 01698457623
4 Egimi Egimi 01723096754
5 Aditi Aditi 01631937933




CREW LIST
# Name Position Contact
1 Rafatul Islam Director 01994322948
2 Naoshad Shuvo Cinematographer 01832485802
3 Sifat Nusrat Producer Costume Makeup 01407500477
4 Somiron Pramanik 1st Assistant Director Script Supervisor 01796284073
5 Ebrahim 2nd Assistant Director Line Prouder Art Assist 01862089025
6 Ahnaf Tahmid Alam 3rd Assistant Director Art Director 01784364637




Voice Artist
# Character Name Contact
1 Ibrahim Ibrahim 01632808609
2 Ratul Ratul 01349124578
3 Nashita Nashita 01698457623
4 Egimi Egimi 01723096754
5 Aditi Aditi 01631937933

Location Report:

We have chosen 3 different locations which fulfills all our needs. First location is Dhanmondi7a road, roads buildings and some trees on the side. Also, this location was perfect as it was near our other selected locations.

For the next location, we choose our personal room which we used as a character room. So, the location we chose was able to fulfill all the sections to build a personal room. We used the place for taking voices of the casts as well, as the place is very quiet and far from the road.

Last but not the least the Rooftop, which was mainly our 2nd location rooftop. And the reason behind selecting this location was we could use the location as we wanted. More importantly, as we wanted to shoot in day light, the rooftop we used was very open and we could get light from all side.

So, the locations we have selected has very strong reasons, it was time consuming, budget friendly and very well thought before using.


Location Profile
16.1. Location footage





16.2 Location Footage





16.3 Photos from the set





16.4. Photos from the set.





16.4. Photos from the set.

Storyboard











Shooting Plan
No Location Scene Scene Deception Actor/ Actress Date and time Remark
1 Jhigatola Dhanmondi house 1/গ 1,2 Int Ibrahim Igmi 8:00 am 6-05-22
2 Bazar (Dhanmondi) 3 Out Nishita 10:00 am 6- 05-22
3 Jhigatola Dhanmondi House ১/গ 4, 10, 11 Int Igmi Ibrahim 6:00 PM 6-05-22
4 Jhigatola Dhanmondi ১/গ 7,8 Int Nishita Ibrahim 9:00 pm 6- 05 – 22
5 Jhigatola Dhanmondi ১/গ 5,9,6 Int Jhigatola Dhanmondi 9:00 Am 7- 05 -22
6 Permanent campus 12 Out Ibrahim Ratul Nishta Igmi 10;00 am 7-05-22


Time Location Scene no Main cast Supporting Cast Dress and props
8: 00 am Jhigatola Dhanmondi house 1/গ 1,2 Ibrahim Igmi
10:00 am Bazar (Dhanmondi) 3 Nishita
6:00 pm Jhigatola Dhanmondi House ১/গ 4, 10,11 Ibrahim Igmi
9: 00 pm Jhigatola Dhanmondi ১/গ 7,8 Ibrahim Nihita
Day 2
9:00 am Jhigatola Dhanmondi ১/গ 5,9,6 Ibrahim Ratul
10:00 am Permanent campus 12 Ibrahim Igmi Ratul Nisitha




Plan for shooting day 6-05-2022, 7-05-2022

Production Design
Probable Budget



Description Coordinator unite Total Unite Price Total price
Pre – production Lunch, Evening Snack, Print, Props Ahnaf 1 1 500
100
300
50
950
1900 1900
Production food, Light, Camera, Transport and others Sifat and Ibrahim 1 1 1000
500
2000
800
2300
Post production Panel rent, Color, Sound Samiron Naoshad shuvo 1 1 2000
500
2500
6700


Our production design is separated into three primary categories: atmosphere, set, and character. We all desired a particular natural structure to identify the picture, starting with the location and progressing to the set and clothing details. We’ll shoot both indoors and outdoors to accomplish our project. We have put a greater emphasis on our proof and set because we have framed the story around a cultural theme.


Pre -production

Serial number Name Amount
1 Traditional Dress 600
2 Transport 500
3 Masking Tap 60
1160


Production day
Food



Serial number Name Amount
1 Breakfast (cast) 1000
2 Lunch (cast) 3000
4000


Transport



Serial number Name Amount
1 Transport 500
500


Others



Serial number Name Amount
1 Lamp and water bottle 100
2 Plant 200
3 Battery 100
4 Tip 10
5 Traditional Food 500
910


Serial number Name Amount
1 Pre production 2260
2 Production day 6300
3 Post production 2500


Total Expenditure
Pre-production



Serial number Name Amount
1 Tea 50
2 Transport 300
3 Propos 500
4 Masking tap 60
5 Total 910


Production day
Food



Serial number Name Amount
1 Breakfast and Lunch 200
2 Lunch (Cast) 200
Total 400


Transport



Serial number Name Amount
1 Transport 60
Total 60


Others



Serial number Name Amount
1 Paper 200
2 Magazine 1000
3 Both side tape 35
Total 1235
Total 1695


Production Day 2
Food


Serial number Name Amount
1 Lunch 100
Total 100


Transports


Serial number Name Amount
1 Transports 100
Total 100


Others


Serial number Name Amount
1 Clothes 100
2 Pen 5
3 Print paper 200
4 Tree 200
Total 505
Total 705


Production Day
Food


Serial number Name Amount
1 Breakfast 300
Total 300


Transports


Serial number Name Amount
1 Transports 300
Total 300


OTHERS


Serial number Name Amount
1 Pen box,wooden doll 300
2 Color pan, painting 200
3 Light 4000
Total 4500


Post Production


Serial number Name Amount
1 Food 100
2 Magazine 100
3 Transport 60
Total 260


Total Expense


Serial number Name Amount
1 Pre-production 900
2 Production day 1 1695
3 Production Day 2 705
4 Production 5400
5 Post production 260
Grand Total 8700


Credit Line


# Name Position
1 Rafatul Islam Director
2 Naoshad Shuvo Cinematographer (Production book)
3 Sifat Nusrat Producer Costume Makeup (Production book)
4 Somiron Pramanik 1st Assistant Director Script Supervisor (Production book)
5 Ebrahim 2nd Assistant Director Line Prouder Art Assist
6 Ahnaf Tahmid Alam 3rd Assistant Director Art Director




Rehearsal Report:

While developing the story, we decided to go with a different approach for the whole film. As we wanted to show the emotional development. The story is in nonlinear pattern, but it is very basic according to the storyline. So, we wanted it to be made through a different style of making. Although, this idea of our team made it the most challenging task of the whole filming process.

For the production we did rehearsals for three days. For each day, we selected different scenes from the story. The first scene was the lengthiest scene and most time consuming. The other scenes did not take much time during the rehearsal phase but we kept practicing for making the shots perfect. Even though we have perfected the shots, movements, and blocking through practicing. We had our downside in with the green screens which could be mastered during the post-production.



Video documentation link: Video documentation



Logsheet


Scene / shot Short Brief Take no Remarks
Scene 2 1 No
2 No
3 Ok
4 Safe
1
Scene 3 Short Brief Take no Remarks
1 No
2 No
3 No
4 Ok
5 Safe
Scene 4 1 No
2 No
3 No
4 Ok
5 Safe
Scene 5 1 No
2 No
3 No
4 No
5 Safe



Production Stills:

Pre-Production






16.5 Description. Producer briefing the budget





16.6 Description: Director briefing the interview scene to the casts.





16.7 Photos from the set





16.8 Description – prepared the Storybook




Production





16.9 Description -acceptance director and producer making light system





16.10 Description. -producer and director grooming the cast





16.11 Description -director check the camera





16.12 Description -art director preparing the set.





16.13 Description -line producer is set the light.





16.14 Description -cinematography is checking the frame of the shot.





16.15. Description -director check the storyboard





16.16 Description -producer recheck the storyboard





16.17 Description -ready to set.





16.18 Description -shooting time





16.19 Description -director and cast introduced the scene.





16.20. Description -there all are working.




Post Production





16.21 Description – editing panel





16.22 Description -after editing, check the video.



Individual Reaction Paper with Ppeer Aassessment:

I possess expertise and proficiency in my chosen field of work. Acquiring valuable problem-solving skills. The courses provided me with a comprehensive understanding of overcoming challenges and effectively resolving complex issues. Throughout my academic journey, I enhanced my ability to tackle obstacles head-on and eventually gained proficient problem-solving expertise. The rigorous academic curriculum of my university courses has immensely aided in enhancing my skills and knowledge relevant to my present job. Notably, the specific courses I underwent in this institution have played a crucial role in shaping me into a more adept and capable professional. I am convinced that the education and training I received in my university have been instrumental in my career advancement to date. An individual who is considered to possess a superior moral, ethical, and intellectual character can be referred to as being a “better person.” A total of 16 projects have been submitted herein, with the courses encompassing a diverse array of project types.

Learning and Outcome (Self-Reflection)

In this project, we discovered that teamwork can be difficult, but it can also be a great way to acquire and practice vital abilities like collaboration, communication, and problem-solving. It's crucial to consider what went well and what may be improved for upcoming team tasks. To achieve better results in the future, you can do this by building on your strengths and focusing on areas that require improvement.